ধর্মীয় প্রতিষ্ঠানে দান করলে সেটা সদকায়ে জারিয়া হিসেবে কেয়ামত পর্যন্ত জারি থাকে। অনেক গরীব-অসহায় আছে যারা টাকার অভাবে ইসলামিক শিক্ষা অর্জন করতে পারে না। আমরা চাই না টাকার অভাবে কেউ শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হোক । তাদের ডোনেশনের প্রয়োজন হয়। এছাড়াও আমরা অন্যান্য গরিবদেরকে আপনাদের ডোনেট পৌঁছাই দিব ইনশাআল্লাহ। আপনি চাইলে ডোনেট করতে পারেন।
যে যে খাতে দানগুলো ব্যবহার করা হবেঃ
১. গরিব-অসহায়দের জন্য। ২. গরিব-অসহায়দের ধর্মীয় শিক্ষার কাজে। ৩.গরিব-অসহায়দের তাবলীগ জামাতে চিল্লায় অথবা তিন চিল্লায় পাঠানোর কাজে।
এই ডোনেশনের টাকাগুলো মুফতি সাহেবের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা হবে। ডোনেট করার পরে নিচের ডোনেশন ফরমটি পূরণ করবেন। ফরমে ডোনেশনের খাত অবশ্যই উল্লেখ করবেন।
যেসব মাধ্যমে পেমেন্ট করতে পারবেন
01837521448 (বিকাশ এজেন্ট, অবশ্যই পেমেন্ট অপশনে যেতে হবে)
01988487717 (বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল নাম্বার, তাই অবশ্যই সেন্ড মানি করতে হবে)
পেমেন্ট করার পর অবশ্যই আমাদেরকে ফোনে জানাতে হবে এবং নিচের ফরমটি পূরণ করতে হবে।
কিউওএম সম্পর্কে
কুরআনিক অনলাইন মাদ্রাসা হল অনলাইন ভিত্তিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও দ্বীনের দাওয়া প্লাটফর্ম। যাদের লক্ষ্য হলো, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামিক শিক্ষার মাধ্যমে মুসলিম জাতি ও বিশ্ব পরিস্থিতির পরিবর্তন ঘটানো ও সারা বিশ্বে ইসলামের প্রচার প্রসার করা।