fbpx
নীতিমালা
QOM এর শিক্ষার্থীদের জন্য

ক্লাস সংক্রান্ত নীতিমালা

 

সকল ভাই-বোনদের জন্য

 

  • ক্লাসে অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের দুইটা জিনিস প্রয়োজন হবে। ১. স্মার্ট মোবাইল,ল্যাপটপ বা কম্পিউটারের যেকোনো একটা ডিভাইস থাকতে হবে।
    ২. Wifi বা ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
  • Zoom App এর মাধ্যমে ক্লাস নেওয়া হবে।
  • প্রতিদিনের ক্লাস লিংক QOM ফেসবুক প্রাইভেট গ্রুপে দেয়া হবে।
  • ক্লাসে কোনভাবেই কারো ভিডিও অন করা যাবে না।
  • জুম অ্যাপের চ্যাটে ক্লাস সংক্রান্ত বিষয়ের বাইরে কোনকিছু লেখা যাবে না। শুধুমাত্র ক্লাস সংক্রান্ত প্রশ্ন লেখা যাবে।
  • কোন বিষয়ে শিক্ষকের সাথে মতের মিল না হলে সম্মানের সাথে উস্তাদকে জানাতে হবে।
  • উস্তাদের সাথে কোনভাবেই কোন বেয়াদবিমূলক আচরণ করা যাবে না ও উচ্চ আওয়াজে কথা বলা যাবে না।
  • মাইক্রোফোনে কথা বলার সময় খেয়াল রাখতে হবে যেন আশেপাশের কোন নয়েজ না আসে।
  • কম্বাইনড ক্লাসে ভাইয়েরা যেকোন সময় প্রশ্ন করতে পারবে। ভাইদের প্রশ্ন শেষ হলে তারা ক্লাস থেকে বের হয়ে যাবে। তারপর বোনদেরকে বিষয়ভিত্তিক প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। যাতে বোনদের ভয়েজের পর্দা ঠিক থাকে।
  • ওস্তাদের পড়ানোর সময় হঠাৎ করে উস্তাদকে থামিয়ে কিছু বলা যাবে না। বরং আগে ওস্তাদ কোন স্পেসিফিক বিষয়ে শেষ করবেন তারপর প্রশ্ন করা যেতে পারে।
  • ক্লাসে ইউজার নেম হিসেবে রোল নাম্বার লিখতে হবে। নিজের নাম লেখা যাবে না।
  • প্রত্যেক ব্যাচের ভাই-বোনদের তাকরার বা
    ক্লাস সংক্রান্ত বিষয়ে পুনরায় আলোচনার জন্য আলাদা ফেসবুক ম্যাসেন্জার গ্রুপ করে দেওয়া হবে।

 

সকল বোনদের জন্য

 

  • কম্বাইনড ক্লাসে ভিডিও ও মাইক্রোফোন অন করা যাবে না। তবে যখন ওস্তাদ ভাইদের বের হয়ে যাওয়ার পর ইনসিওর করবেন তখন মাইক্রোফোন অন করে প্রশ্ন করা যাবে। তবে বোনেরা যে কোন সময় জুমের চ্যাটে লেখে প্রশ্ন করতে পারবে।
  • বোনরা শুধুমাত্র বোনদের প্রাইভেট গ্রুপে কথা বলবে, ভাইদেরকে প্রাইভেটভাবে কোন মেসেজ দেওয়া যাবে না।

 

ফি সংক্রান্ত নীতিমালা

 

  • ভর্তি ফি ১২০০ টাকা ও মাসিক ফি ৪০০ টাকা। প্রবাসীদের জন্য মাসিক ফি ৮০০ টাকা। কেউ চাইলে একাধিক কোর্সেও একসাথে ভর্তি হতে পারবে।
  • যারা আর্থিকভাবে সচ্ছল তারা সম্পূর্ণ ফি অর্থাৎ ভর্তি ফি ও সব মাসের ফি একসাথে পরিশোধের চেষ্টা করবেন। অথবা দুই তিন মাসের ফি একসাথে দিবেন।
  • প্রত্যেক মাসের ৫ তারিখের মধ্যে উক্ত মাসের ফি প্রদান করতে হবে। ৫ তারিখের মধ্যে ফি না দিলে ক্লাস লিংক ও স্টুডেন্ট একাউন্ট বন্ধ করে দেয়া হয়। নির্দিষ্ট সময়ের পরে পেমেন্ট করলে এগুলো পুনরায় চালুবাবদ ১০০ টাকা অতিরিক্ত দেওয়া লাগবে।
  • কিভাবে ভর্তি হবেন জানতে এখানে ক্লিক করুন।

 

পরীক্ষার ফি

 

প্রতি কোর্সেই ক্লাসটেস্ট, মিডটার্ম এবং ফাইনাল টার্ম পরীক্ষা হয়ে থাকে। ক্লাসটেস্ট এর কোন ফি নেই, মিডটার্ম পরীক্ষার ফি ৪০০ টাকা এবং ফাইনাল টার্ম পরীক্ষার ফি ৪০০ টাকা।

 

অন্যান্য ফি (ঐচ্ছিক )

 

আইডি কার্ড ২০০ টাকা
মার্কশীট সার্টিফিকেট (প্রতি সেমিস্টার) ৩০০ টাকা
ফাইনাল সার্টিফিকেট (ফুল) ৪০০ টাকা
মার্কশীট সার্টিফিকেট (সকল সেমিস্টার) ৪০০ টাকা।
কুরিয়ার ফি (হোম ডেলিভারি) ১৫০ টাকা।

 

রি-এডমিশন নীতিমালা

 

রি-এডমিশন ফি ৭০০ টাকা।
রি-এডমিট হতে হলে সাপোর্টে জানাতে হবে।