হাফেজ মাওলানা মুফতি সাদিকুর রহমান সাইম একজন বিখ্যাত আলেম। তিনি বিভিন্ন মাদ্রাসায় শিক্ষক হিসেবে ও মসজিদে খতীব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষভাবে কোরআন তাফসীর ও হাদিসের কিতাব পাঠদান করেছেন। তিনি শিক্ষাগত জীবনে হিফজ সম্পন্ন করেন শেখ আব্দুর রাজ্জাক ইসলামিক ইনস্টিটিউট, যশোর থেকে। তিনি মেশকাত (স্নাতক) সম্পন্ন করেন জামিয়া ইসলামিয়া দড়াটানা মাদ্রাসা, যশোর থেকে। এরপর দাওরায়ে হাদিস (মাস্টার্স) শেষ করেন স্বনামধন্য মাদ্রাসা জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকা থেকে। এছাড়াও তিনি তাখাচ্ছুছ ফিল ফিকহিল ইসলামী তথা উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ (ইফতা বিভাগ) এ পড়াশোনা করেছেন জামিয়া মারকাযুদ দুরুস আল-ইসলামিয়া, ঢাকা থেকে। বিশেষ যোগ্যতা অর্জনার্থে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন থেকে হিফ্জ শিক্ষক কোর্স কম্পিলিট করেছেন। ইউটুবে তার নামে একটি চ্যানেল রয়েছে যেখানে তিনি বিভিন্ন ইসলামিক বিষয়ে বয়ান পেশ করেন।
কুরআনিক অনলাইন মাদ্রাসা হল অনলাইন ভিত্তিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও দ্বীনের দাওয়া প্লাটফর্ম। যাদের লক্ষ্য হলো, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামিক শিক্ষার মাধ্যমে মুসলিম জাতি ও বিশ্ব পরিস্থিতির পরিবর্তন ঘটানো ও সারা বিশ্বে ইসলামের প্রচার প্রসার করা।